Book Review 2: Make Your Bed-William McRaven



বইয়ের কভার দেখার পর এটা মনে হওয়া স্বাভাবিক যে বইটি শুধুমাত্র সীল টিমের ট্রেনিং নিয়ে লিখা। অন্তত আমার প্রথমে তাই মনে হয়েছিলো।

বইটিতে লিমিটেশন, কমফোর্টজোন, হার্ডওয়ার্ক নিয়ে কিছুটা ডিটেইলস আলোচনা করা হয়েছে। এছাড়াও ১০ টি চ্যাপ্টারের প্রত্যেকটিতে লেখক তার ট্রেনিং ক্লাস এবং ইরাক ও আফগান যুদ্ধ থেকে শুরু করে বিন লাদেন ও সাদ্দাম হোসেনের এর মতো মোস্টলি টার্গেটেড ব্যাক্তিদের সাকসেসফুল রেসকিউ মিশনের ঘটনাগুলো সহ অনেকগুলো ছোট ছোট ঘটনা এমন ভাবে বলেছেন যে মনে হবে আপনিও সেই সাহসিক ঘটনাগুলোর একটি অংশ। 

 তবে বইটি পড়ার আগে ইউটিউবে  McRaven এর University Of Texas, Austin এর সমাবর্তন স্পীচটি দেখে নিলে বইটি সম্পর্কে একটা ভাল ধারণা চলে আসবে। সত্যি বলতে বইটি পড়ে আমার এটাই মনে হয়েছে আমার মতো অলস মানুষের বইটি আরো আগে পড়ার দরকার ছিলো। 😔

বইটিতে McRaven মূলত তার 30 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে 10 টি রুল্সের উপর জোর দিয়েছেন। কিছু কিছু লাইন তো এত remarkable যে তুলে না ধরে পারছিনা। 

👉Failure have a price.

👉 Life isn't fair, the sooner you learn that the better off you will be. 

👉 Sometimes no matter how hard you try, no matter how good you are, you still end up as a sugar cookie. Don't blame it on your misfortune. Stand tall, look to the future and drive on. 

👉You can feel short of being the best, but never feel short of giving the best. 

👉SEAL training is always about proving something. Proving that size doesn't matter. Proving that the color of your skin is not important. Proving that money doesn't make you better. Proving that determination and grit are always more important than talent. 

👉In life when the darkest moment comes, You will have to be your very best. You must rise above your fears, your doubts and your fatigue. No matter how dark it gets, you must complete your missions. This is what separates you from everyone else. 

সহজেই হাল ছেড়ে দেয়া, সহজেই ভেঙ্গে পড়া যেমন সফলতার পরিপন্থী, তেমনি সহজ কাজ, সহজ চিন্তা-চেতনার এবং যাবতীয় সবকিছু নিজের কমফোর্টজোন থেকে পাওয়ার ইচ্ছে আমাদের ফুল পটেনশিয়ালিটি ব্যবহারেরও পরিপন্থী।  পৃথিবীতে সারভাইভ করাটা কখনো কখনো খুব কঠিন হয়ে পড়বে, তখনই নিজের ভেরি বেস্ট ইফোর্ট টা এনে এটা ফেস করতে হয়। আমাদের মধ্যে যত সফল আর ব্যর্থ মানুষের মিছিল দেখি সেখানে পার্থক্যটা মূলত গড়ে উঠে আমরা কিভাবে আমাদের নিজ নিজ প্রবলমগুলো ফেস করি, কত সুন্দর ভাবে ডিল করি। 

Eventually, I was nearly disappointed not to have more chapters of this one. Despite it is a small book with some small chapters, but surely You ll find the courage to find your passion, not to give up anymore even the darkest period comes to your life, and giving your very best to complete your missions.

Have some SEAL Blood !!

No comments:

Post a Comment